
প্রকাশিত: Tue, Jan 10, 2023 5:42 AM আপডেট: Tue, Apr 29, 2025 7:56 AM
৩১ দিন পর মুক্তি পেলেন ফখরুল-আব্বাস
সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: বিএনপি মহাসচিব
সঞ্চয় বিশ্বাস: কারামুক্তির পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যতোই জেল-জুলুম আসুক না কেনো; আন্দোলন চলবে। দিনে দিনে আন্দোলন আরো দুর্বার হবে। এই ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
সোমবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ম্ুিক্ত পান।
পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে পল্টন থানার মামলায় গ্রেপ্তারের ৩২ দিনের মাথায় জামিনে মুক্তি পেলেন বিএনপির এই দুই শীর্ষনেতা।
তাদের আইনজীবী জাকির হোসেন জুয়েল বলেন, হাইকোর্টের দেওয়া জামিন আদেশ সোমবার সিএমএম আদালতের জুডিসিয়াল মুন্সিখানায় এলে আমরা জামিননামা দাখিল করি। এ জামিননামা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পৌঁছালে তা যাচাই-বাছাই করে তাদের কারামুক্তি দেওয়া হয়।
এর আগে উচ্চ আদালত থেকে জামিন মিললেও আরেক আদেশে জামিন স্থগিত হয়ে গিয়েছিলো।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গত ৯ ডিসেম্বর রাত ৩টার দিকে ডিবি পুলিশের একটি দল উত্তরার বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে। ডিবির কর্মকর্তারা ওপরের নির্দেশ আছে বলে তাকে নিয়ে যান। মির্জা আব্বাসকেও তার বাসা থেকে নিয়ে যায় ডিবি। পরদিন দুপুর ২টা ১৫ মিনিটে ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, ঢাকার নয়াপল্টনে পুলিশের ওপর হামলার উসকানি ও পরিকল্পনার মামলায় মির্জা ফখরুল এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
